কালেমা কি? ইসলামের ছয় কালেমার বাংলা উচ্চারণ এবং অর্থসহ আলোচনা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় পাঠক, আমরা জানি, ইসলামের মৌলিক স্তম্ভ হলো পাচটি। যেমন- কালেমা, নামাজ, রোজা, হজ্জ ওবং যাকাত। এই পাচটি স্তম্ভের উপর ভিত্তি করেই ইসলাম ধর্মের মুসলিম উম্মাহরা ধর্মীয় জীবন পরিচালনা করে থাকেন। 

প্রিয় পাঠক আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো ইসলামের এই পাচটি স্তম্ভের প্রথম স্তম্ভ কালেমা অর্থাৎ ছয় কালেমা সম্পর্কে। আমাদের মুসলিম উম্মাহের মধ্যে এমন অনেকেই আছেন যারা ইসলামের এই ছয় কালেমা জানেন না। তাই আজ আমি আপনাদের সাথে ইসলামের ছয় কালেমার আরবি উচ্চারণ এবং অনুবাদ কি? সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক-

What is Kalima? Discussion of the six Kalimas of Islam with Bengali pronunciation and meaning
কালেমা কি? ইসলামের ছয় কালেমার বাংলা উচ্চারণ এবং অর্থসহ আলোচনা

কালেমা কি?

কলেমা বা কালেমা হলো ইসলামের মৌলিক বিশ্বাস সংবলিত কয়েকটি আরবি বাক্যের নাম। এগুলো মূলত আল্লাহর একত্ববাদ, তাওহীদ এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসুল এই সাক্ষ্য স্বীকারোক্তিকে ধারণ করে। কালেমা হচ্ছে ইসলামের পাচটি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ। কালেমাকে ইসলামে ঈমান বা বিশ্বাসের মূল কথা এবং ইসলামে প্রবেশের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। 

ইসলামের ছয় কালেমার বাংলা উচ্চারণ এবং অর্থসহ আলোচনা

১. কালেমা তাইয়্যেবা।

উচ্চারণঃ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। 

অর্থঃ আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই। মুহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত রাসুল।

২. কালেমা শাহাদাত।

উচ্চারণঃ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আ'বদুহু ওয়া রাসুলুহ।

অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন ইলাহ বা উপাস্য নেই। তিনি এক তার কোন অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। 

৩. কালেমা তাওহীদ।

উচ্চারণঃ লা ইলাহা ইল্লা আনতা নুরুন ইয়াহদিল্লাহু লিনুরিহি মাই ইয়াশাউ মুহাম্মাদূর রাসুলুল্লাহি ইমামুল মুরসালীনা ওয়া খাতামুন নাবিয়্যিন।

অর্থঃ তুমি আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই। তুমি জ্যোতিময়, যাকে ইচ্ছা হয় তাকেই তোমার নূর দ্বারা পথপ্রদর্শন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, রাসূলগণের নেতা এবং শেষ নবী। 

৪. কালেমা তামজীদ।

উচ্চারণঃ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন। 

অর্থঃ তুমি ছাড়া কোন ইলাহ বা উপাস্য নেই। আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। 

৫. ঈমানে মুজমাল।

উচ্চারণঃ আমানতু বিল্লাহি কামা হুয়া বি-আসমা-৩ ইহি ওয়া সিফাতীহী ওয়া ক্বাবিলতু জামীআ আহকামিহী।

অর্থঃ আমি আল্লাহর উপর ঈমান আনলাম, তিনি যেমন তার নাম ও গুণাবলীসহ বিদ্যমান। তার সব হুকুম বা বিধান মেনে নিলাম। 

৬. ঈমানে মুফাসসাল। 

উচ্চারণঃ আমানতু বিল্লাহি ওয়া মালা ইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রাসুলিহী ওয়াল ইয়াওমিল আ-খিরী ওয়াল ক্বাদরি খাইরিহী ওয়া শাররিহী মিনাল্লাহি তাআ'লা ওয়াল বা'সি বা'দাল মাওত।

অর্থঃ আমি আল্লাহর উপর, তার ফেরেশতাগণের উপর, তার রাসূলগণের উপর, শেষ দিবসের উপর এবং ভালো মন্দ সব তকদির আল্লাহর পক্ষ থেকে আসে- এর উপর এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর ঈমান আনলাম। 


পরিশেষেঃ 

এই কালেমাগুলো একজন মুসলিমের বিশ্বাসকে শক্তিশালী করে এবং ইসলামের মূল ভিত্তিগুলো সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। 

Previous Post
No Comment
Add Comment
comment url